কুষ্টিয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের জন্মদিন পালন
কুষ্টিয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শুক্রবার(২৩ শে ডিসেম্বর,২০২২) সংগঠনের বিশেষ উপদেষ্টা, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুষ্টিয়া ইউনিটের সভাপতি এবং কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের জন্মদিন পালন করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের পর মূল স্টেজে কেক কেটে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, সংগঠক, শিল্পীরা অত্যন্ত আনন্দের সাথে কুষ্টিয়া ফিল্ম সোসাইটি পক্ষ থেকে সাংস্কৃতিক অঙ্গনের এ অভিভাবকের জন্মদিন পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন সরকার, বোধন থিয়েটারের সাধারণ সম্পাদক আসলাম আলী, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কারশেদ আলম, কবি ও সাহিত্যিক হাসান টুটুল, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি ও রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়ার নির্বাহী কমিটির সদস্য সেলিম আহমেদ, কমরেড হাফিজ সরকার, তরুণ সাংস্কৃতিক সংগঠক ফাহিম হাসান, কন্ঠ শিল্পী উপমা, নৃত্য শিল্পী পৃথিবী।
এছাড়াও উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা বার ইউনিটের আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সাইফুর রহমান সুমন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুহুল কুদ্দুস ডেভিড, কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের সাধারন পর্ষদ সদস্য ব্যান্ড শিল্পী রকিবুল হক শুভ, ফয়সাল ইকবাল মৌসুম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।
Leave a Reply