বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার প্রেস বিজ্ঞপ্তি, নিয়ম বর্হিভূতভাবে অবৈধ কাউস্নিল
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে একটি জরুরী প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্ত্তী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় গত ১০/১২/২০২২ তারিখে সাংগঠনিক নিয়ম বর্হিভূতভাবে অবৈধ কাউস্নিলের মাধ্যমে সাধারণ সম্পাদক মহোদয়ের একক স্বেচ্ছাচারিতায় অত্যন্ত গোপনীয়তার সাথে অনৈতিক সুবিধার বিনিময়ে একটি আংশিক কমিটি গঠিত হয় যা সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক মহোদয়ের স্বাক্ষর ও অনুমোদন বিহীন। এমতাবস্থায় কেন্দ্র কতৃক গত ২১/০৬/১৯ তারিখে সংগঠনের সভাপতি মহোদয়ের স্বাক্ষরিত কমিটিকে বৈধ ঘোষণা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।
এবিষয়ে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্ত্তী বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে কেন্দ্রীয় সভাপতির দিকনির্দেশনা মোতাবেক স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সংগঠন পরিচালনা করব। তিনি কোন কমিটি ঘোষণা/গঠনের বিষয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা ও এর অর্ন্তগত ইউনিট সমূহের নেতৃবৃন্দকে বিভ্রান্ত না হওয়া অনুরোধ জানান।
উল্লেখ্য বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া কতৃক প্রতিষ্ঠিত “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” বঙ্গবন্ধুর আদর্শের পেশাজীবীদের সম্বনয়ে গঠিত। সংগঠনটি ২০০২ সাল থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply