বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মৃণাল কান্তি সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্তীর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অবঃ) জনাব রেজাউল করিম, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি জনাব শাহাবুদ্দীন আহমেদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি গোপা সরকার, সনৎ পাল বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইয়ার আলী, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তুষার, কার্যনির্বাহী সদস্য প্রিতম মজুমদার, সদর উপজেলা শাখার সহ-সভাপতি বাবু কৃষ্ণ কোমল বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ খায়রুল বাশার, কুষ্টিয়া নাগরিক পরিষদের সম্বনয়ক ইমরান খান পলাশ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তাগণ বলেন পাকিস্তানি বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় বাঙালি জাতিকে চিরতরে মেধাশূন্য করার জন্য জাতির সূর্য সন্তানদের পরিকল্পিত ভাবে হত্যা করে। বাঙালি জাতির উন্নয়ন ও প্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য এখনো বহুজাতিক চলমান রয়েছে। তাদের মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি নেতৃবৃন্দ গত ১০ ডিসেম্বর তারিখে অবৈধ কাউস্নিল অধিবেশনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেকোনো সংগঠন বিরোধী কার্যকালাপ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণী পেশার প্রগতিশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Leave a Reply