কুষ্টিয়া জেলায় এবার ২৪৮ টি পূজামন্ডপে দূর্গা পূজা উদযাপন হবে
কুষ্টিয়া জেলায় এ বছর ২৪৮ টি পূজামন্ডপে পূজা উদযাপন করা হবে। এর মধ্যে কুষ্টিয়া মডেল থানা এলাকায় ৫৬ টি, কুমারখালী থানায় ৫৬ টি, খোকসা থানায় ৬৫ টি, ইবি থানায় ২৫ টি, মিরপুর থানায় ২৪ টি, ভেড়ামারা থানায় ৯ টি এবং দৌলতপুর থানা এলাকায় ১৩ টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে।
এদিকে কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের সভাপতিত্বে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে রবিবার (১৮ সেপ্টেম্বর, ২০২২) বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার ৭টি থানার পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি এবং কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সার্কেলের দায়িত্ব প্রাপ্ত অফিসার বৃন্দ উক্ত মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। মতবিনিময় সভায় পুলিশ টহল এবং বিট পুলিশিং জোরদার করার বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করা হয়। এ ছাড়াও সংশ্লিষ্ট পৌরসভা / ইউনিয়নের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বর, রাজনৈতিক নেতৃবিন্দ, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবক, সাংবাদিক সহ সকালের সাথে সমন্বয় এবং সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সেক্রেটারির উপস্থিতিতে ভলান্টিয়ারদের ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও বিট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়াও সিসিটিভি ক্যামেরা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের বিষয়ে এবং আযান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ও বাদ্য বাজনা বন্ধ রাখার বিষয়ে পুলিশ সুপার উল্লেখ করেন। প্রতিটি পূজা মন্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবকদের বিশেষ পোশাক, বাঁশি ও টর্চ লাইটের ব্যবস্থা করতে হবে।
এ সময় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ অনুপ কুমার নন্দী, এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া, তুহিন চাকি, সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া, নিলয় কুমার সরকার, সাধারণ সম্পাদক, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ, নব কুমার দত্ত, সভাপতি, এ্যাডঃ শঙ্কর মজুমদার, সাধারণ সম্পাদক, কুমারখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ, সুধাংশু কুমার বিশ্বাস মাধব, সভাপতি, নারায়ন চন্দ্র মালকিরি, সাধারণ সম্পাদক, খোকসা উপজেলা পূজা উদযাপন পরিষদ, শ্রী বিশ্বজিৎ বিশ্বাস, সভাপতি, শ্রী পবিত্র কুমার দত্ত, সাধারণ সম্পাদক, মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, শ্রী অমর চাঁদ কুন্ডু, সভাপতি, শ্রী কার্তিক চন্দ্র কুন্ডু, সাধারণ সম্পাদক, ভেড়ামারা উপজেলা পূজা উদযাপন পরিষদ, এবং দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদেত সভাপতি শ্রী দুলাল দেবনাথ। এছাড়াও কুষ্টিয়া জেলার বিভিন্ন পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি সহ ২৫/৩০ জন নেতৃবৃন্দসহ এবং কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য পুলিশ সদস্য প্রমুখ।
Leave a Reply