কুষ্টিয়ায় গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ, কোম্পানির এমডিসহ গ্রেফতার ৮

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ আগস্ট ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ, কোম্পানির এমডিসহ গ্রেফতার ৮

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নেয়া মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির এমডি ও চেয়ারম্যানসহ ৮ প্রতারককে৷ র‌্যাব গ্রেফতার করেছে । শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সানরাইজ বিজনেস সার্ভিস লি. (এসবিএসএল) নামের একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির সদস্যরা গ্রাহকদেরকে অধিক মুনাফার লোভ দেখিয়ে ১০ কোটির অধিক টাকা আত্মসাত করে পালিয়ে যায় পালিয়ে যায়। এতে কোম্পানির প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছে প্রায় ৩ শতাধিক পরিবার। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১২ এর একটি দল উপজেলার বহলবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এমএলএম কোম্পানির চেয়ারম্যানসহ প্রতারক চক্রের ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুমারখালী উপজেলার হাসান আলী (২৮), আব্দুল হান্নান (৪৩), মোস্তফা রাশেদ পান্না (৪৭), আইয়ুব আলী (২৮), হাফিজুর রহমান (২৮), ইমরান হোসেন (২৮) এবং এমএলএম কোম্পানির চেয়ারম্যান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চরআউশিয়া গ্রামর সাজ্জাদ হোসেন (২৯) ও কোম্পানির এমডি একই জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের মহসিন আলী (৩১)। পরে তাদের আদালতে সোপর্দ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন