“বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ” কুষ্টিয়া জেলা শাখার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ আগস্ট ২০২২, ৫:৪৯ পূর্বাহ্ণ
“বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ” কুষ্টিয়া জেলা শাখার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী

মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শোকাবহ চিত্তে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
” বঙ্গবন্ধুর সাংস্কৃতিক পরিষদ” কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাংবাদিক এস.এস রুশদী এর সভাপতিত্বেে ও সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আরিফ এর নেতৃত্বে বুধবার সকাল ৯ ঘটিকায় সময় কুষ্টিয়া সরকারি বিশ্বঃ কলেজের সামনে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান।
১৯৭৫ সালের এই দিনে মানব ইতিহাসের যে বর্বরচিত হত্যাকাণ্ডের কলঙ্কিত কালো অধ্যায়, সমগ্র মানব হৃদয়ে রক্তক্ষরণে বাংলার আকাশ, বাতাস, প্রকম্পিত বিশ্ব প্রকৃতি অঝোর ধারায় ক্রন্দনরত, অশ্রুসিক্ত নয়নে শোকে মুহূমান ঠিক এমনই যুগ-সন্ধিক্ষণের বৈদিক মেঘে ঘোর অন্ধকারের বৃষ্টিস্নাত ক্রন্দনরত, অশ্রুসিক্ত নয়নে, শোকাহত চিত্তে, অংশগ্রহন করেছিলেন “বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ” কুষ্টিয়া জেলা শাখার বঙ্গবন্ধুর আদর্শের ধারক বাহক মুজিব সেনারা।

সংগঠনের সহ-সভাপতি দেওয়ান মাসুদুর রহমান (স্বপন) মুক্তিযোদ্ধা সম্পাঃ বীর মুক্তিযোদ্ধা ইজাজ আহমেদ (লিন্টু) যুগ্ম- সাধারণ সম্পাঃ শরিফুল ইসলাম (রিপন) মোঃ কৌশিক আহমেদ, মীর সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাঃ এ্যাডঃ মুহাইমিনুর রহমান পল্লল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাঃ আব্দুল হালিম (স্বপন), শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাঃ অধ্যাপক রোকনুজ্জামান (মুন্নু), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাঃ সৈয়দ মাসুদ আলম (শেলী) আইন বিষয়ক সম্পাঃএ্যাডঃ সুদীপ্ত সিংহ (অন্তু), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাঃ শেখ সালাউদ্দিন (আকাশ), প্রচার প্রকাশনা ও গণমাধ্যম সম্পাঃ সাংবাদিক দেবাশীষ দত্ত সাংবাদিক আকরামুজ্জামান( আরিফ) মানবাধিকার সম্পাদিকা নাসরিন পারভীন (শিক্ষিকা), নারী ও শিশু বিষয়ক সম্পাঃ স্বপ্না রানী( শিক্ষিক) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন