কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নে শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশে ইউনিয়নবাসীর দেশীয় অস্ত্র সমার্পণ
শান্তি শৃংখলা রক্ষা বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপারের নিকট ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের সামাজিক দ্বন্দ্ব, ফ্যাসাদ ও মারামারি নিরসনে ইউনিয়নবাসী কর্তৃক দেশীয় অস্ত্র-শস্ত্র, ঢাল, বল্লম জমা প্রদান ও শপথ গ্রহন করানো হয়।
শনিবার (১৬ জুলাই ২০২২) মোঃ মোস্তাফিজুর রহমান (রতন), অফিসার ইনচার্জ, ইবি থানার সভাপতিত্বে কুষ্টিয়ায় শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশ আয়োজন করা হয়। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অদ্য কুষ্টিয়া জেলার ইবি থানাধীন ঝাউদিয়া বাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান আতা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর ও সাধারণ সম্পাদক, শহর আওয়ামীলীগ।
এ সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের সামাজিক দ্বন্দ্ব, ফ্যাসাদ ও মারামারি নিরসনে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের বিশেষ উদ্যোগে এবং মোঃ আতাউর রহমান আতা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর ও সাধারণ সম্পাদক, শহর আওয়ামীলীগ, কুষ্টিয়ার আন্তরিক প্রচেষ্টায় ঝাউদিয়া বাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ঝাউদিয়া ইউনিয়নবাসীর নিকটে থাকা ৫০ টি বেতের ঢাল, বাশের সুড়কি ৩০টি, হাসুয়া ৪টি, বল্লম ৩৫টি, রামদা ৬টি, ফালা ৩০টি এবং বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র জমা প্রদান করেন। অস্ত্র-শস্ত্র জমা প্রদানকারীদের পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম শপথ বাক্য পাঠ করান। শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশে সকলেই বুকে হাত রেখে বলেন, “আমি শপথ করছি যে, আজ থেকে সৎ চিন্তা করবো, সৎ পথে চলবো, অন্যায়কে ঘৃণা করবো, অন্যায়কে প্রতিহত করবো। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। সকল পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকবো। দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও বিশ্ব দরবারে বাংলদেশের মর্যাদা অক্ষুন্ন রাখবো। সকল প্রকার হানাহানি ও সামাজিক নৈরাজ্য থেকে নিজেকে বিরত রাখবো এবং অন্যকে বিরত থাকতে উৎসাহিত করবো। হে পরম করুণাময়! আমাকে ক্ষমা করুন, আমাকে শক্তি দিন, আমি যেন আমার শপথ রক্ষা করতে পারি। আমীন।” শান্তি শৃংখলা রক্ষার্থে বিট পুলিশিং সমাবেশ শেষে অদ্য ১৪ঃ১৫ ঘটিকায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ঝাউদিয়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন শেষে উপস্থিত অফিসার – ফোর্সের এলাকায় টেকসই শান্তি শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, সদর, মোঃ মেহেদী হাসান, চেয়ারম্যান ৯নং ঝাউদিয়া ইউনিয়ন, মোঃ কেরামত আলী বিশ্বাস, সভাপতি, ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ জহুরুল ইসলাম ঠান্টু, সাধারণ সম্পাদক, ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার – ফোর্স এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
Leave a Reply