৫৮টি মোবাইল ও ১,০৫,০০০ টাকা
কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন এসপি
কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ৫৮টি মোবাইল ও ১,০৫,০০০ টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন এসপি খাইরুল আলম
কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট কর্তৃক উদ্ধারকৃত (হারিয়ে যাওয়া) ৫৮টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত-১,০৫,০০০ (একলক্ষ পাঁচ হাজার) টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের করা হয়।
শনিবার (২ জুলাই ২০২২) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (CCIU), কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। পুলিশ সুপার কুষ্টিয়ার সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রাজিবুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মোঃআনিসুল ইসলাম দ্বয়ের নের্তৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ইতোপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোন হতে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ টি মোবাইল ফোন কুষ্টিয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল হতে (কুষ্টিয়া সদর হতে-২৪ টি, কুমারখালী হতে-০৩ টি, খোকসা হইতে ০২, দৌলতপুর হতে-০৪টি, ভেড়ামারা হতে-০৩টি), জামালপুর হইতে১টি, দিনাজপুর হতে ১টি, ঢাকা হতে ৫টি, রাজবাড়ী হতে ৫টি, যশোর হতে ২টি, ফরিদপুর হতে ৩টি, সিরাজগঞ্জ হতে ১টি, মাদারীপুর হতে ১টি, ঝিনাইদহ হতে ৩টি, রাজশাহী হতে ৩টি, খুলনা হতে ১টি, নাটোর হতে ১টি, গাজীপুর হতে ১টি, মাগুরা হতে ১টি, সাতক্ষীরা হতে ১টি, মেহেরপুর হতে ১টি, পাবনা হতে ১টি, টাঙ্গাইল হতে ১টি, পটুয়াখালী হতে ১টিসহ সর্বমোট ৫৮টি মোবাইল ফোন উদ্ধার এবং বিকাশ ব্যাংকিং লেনদেনের মাধ্যমে প্রতারণাকৃত ১,০৫,০০০ উদ্ধারকৃত টাকা অদ্য ২ জুলাই ২০২২ তারিখ পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। প্রধান অতিথি এ সময় সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারানো/চুরি হলে জিডি কিংবা মামলা করার পরামর্শ প্রদান করেন এবং মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শহীদুজ্জামান (আরওআই), রির্জাভ অফিস, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও – ১, মোঃ আনিসুল ইসলাম , পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়াসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ, উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত মালিক বৃন্দ প্রমুখ।
Leave a Reply