ভেড়ামারা সরকারি কলেজে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও তথ্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৫ জুন ২০২২, ৮:৫৭ পূর্বাহ্ণ
ভেড়ামারা সরকারি কলেজে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও তথ্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত

“একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক সম্পর্কের বন্ধন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে ভেড়ামারা সরকারি কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ও তথ্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামেরার সামাজিক সংগঠন “পরিপাটি নগরী (পণ)”র উদ্যোগে উক্ত ফ্রি ব্লাড গ্রুপিং ও তথ্য সংগ্রহ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম মোস্তানজিদ।

সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিল উল্লাহ্’র সভাপতিত্বে এবং অত্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামেরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডাঃ নুরুল আমীন প্রমুখ।

এসময় ভেড়ামারা সরকারি কলেজের অন্যান্য শিক্ষকসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং পরিপাটি নগরী পণ’র অন্যান্য উদ্যোক্তা ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন