কুষ্টিয়া নারী উদ্যোক্তা (কুনাউ) পণ্য মেলার – ২০২২ এর সমাপনী

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩ এপ্রিল ২০২২, ১:৪৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়া নারী উদ্যোক্তা (কুনাউ) পণ্য মেলার – ২০২২ এর সমাপনী

কুষ্টিয়া পৌরসভার বটতলায় ৩ দিন ব্যাপী কুষ্টিয়া নারী উদ্যোক্তা (কুনাউ) পণ্যমেলার সমপনী হয়েছে। করোনা পরবর্তী সময়ে কুষ্টিয়া শহরতলীর প্রথম মেলাটি আয়োজনে ছিলো সামাজিক গণমাধ্যম থেকে গড়ে ওঠা প্রায় ৮০ হাজার সদস্যের ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম কুনাউ।

প্রায় অর্ধ সহস্রাধিক উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলেছে ভার্চুয়াল বাণিজ্যিক জগতে। কুষ্টিয়ার নারীরা অনলাইনে নিজেদের সংগঠিত করে করোনাকালীন মানবিক সহায়তা সহ বেশ কয়েকটি বড় আয়োজনে প্রশংসা কুড়িয়েছে জেলাব্যাপী। এরই ধারাবাহিকতায় এবারের ” কুনাউ পণ্য মেলা – ২০২২ ” এর আয়োজন।

মেলার সমাপনী অনুষ্ঠানে কুষ্টিয়া নারী উদ্যোক্তা (কুনাউ) প্রতিষ্ঠাতা ও এডমিন জ্যোতি আক্তার এর সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, দেশবরণ্যে আইন শিক্ষাবিদ প্রফেসর ড. জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, কুষ্টিয়া জেলা পরিবেশল সমিতির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অজয় সুরেকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা জাকিরুল ইসলাম জাকির। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক, সম্মিলিত সামাজিক জোট সমন্বয়ক, এডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সিনিয়র সসংগঠক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুবায়েরি পারভেজ বাপ্পী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুনাউ ফেসবুক গ্রুপের এডমিন ও কুনাউ পণ্য মেলার আয়োজক খাইরুল বাসার তৌহিদ।

উল্লেখ্য ফেসবুক গ্রুপ থেকে গড়ে ওঠা মহিলা উদ্যোক্তাদের এ প্রতিষ্ঠানটি প্রায় ৩০ টি স্টলে ৩৪ জন্য উদ্যোক্তার বিভিন্ন পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের জন্য ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। কুনাউ এর ফেসবুক গ্রুপ থেকে করোনাকালীন মানবিক সহায়তা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন করা হয়ে থাকে কুষ্টিয়া শহরে। কুষ্টিয়ার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ও ভালোবাসা পেলে কুষ্টিয়া নারী উদ্যোক্তাদের এই প্লাটফর্ম আরো ভালো আয়োজন উপহার দিবে বলে জানান সমাপনী অনুষ্ঠানের বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন