কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৬ ফেব্রুয়ারি ২০২২, ৪:০২ অপরাহ্ণ
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মৃনাল কান্তি সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন খান চুন্নু, নারয়ণ চন্দ্র, আমিরুল ইসলাম তুষার, কার্যনির্বাহী সদস্য প্রিতম মজুমদার, সদর থানা শাখার সহ-সভাপতি বাবু কৃষ্ণ কোমল বিশ্বাস, ছাত্রনেতা সজীব চৌধুরী প্রমুখ।

বক্তাগণ বলেন ড. ওয়াজেদ মিয়া একজন নির্লোভ মানুষ ছিলেন। তিনি সারাজীবন মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেও তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। তার পরোপকারী জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলেরই মানবকল্যাণে নিয়োজিত থাকা উচিত।

উল্লেখ্য ২০০২ সালে প্রথম প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ড. এম এ ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি নির্বাচিত হন। পরিষদের জন্মলগ্ন থেকেই এর মূল্য লক্ষ্য ছিলো যুগপৎ তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যপরিধি বিস্তার ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করা। প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম.এ. ওয়াজেদ মিয়া সব সময়ই ছাত্র, শিক্ষক যুবক ও মহিলাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামাজিক অবক্ষয় রোধের প্রয়োজনীয়তা অনুভব করেছেন।

আলোচনা শেষে কেক কাটা হয়। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমাজের সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন