প্রশাসনের যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে

জেলায় জেলা সাহিত্য-সংস্কৃতি চর্চা আরো বড়াতে হবেঃ প্রধানমন্ত্রী

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ণ
জেলায় জেলা সাহিত্য-সংস্কৃতি চর্চা আরো বড়াতে হবেঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ’সংস্কৃতি চর্চার প্রতি আমাদের নজর দিতে হবে। প্রশাসনের যারা আছেন তাদেরও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। জেলায় জেলা সাহিত্য-সংস্কৃতি চর্চা আরো বড়াতে হবে।’ অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ৩৮তম বইমেলার উদ্বোধন করেন।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শুভেচ্ছা বক্তৃতা করেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।

প্রধানমন্ত্রী বলেন, সাহিত্য চর্চার প্রতি মনোনিবেশ থাকলে অন্য দিতে তরুণ সমাজ ঝুকে পড়বে না।
আমাদের বাংলা ভাষার উপর বার বার আঘাত এসেছে। বাঙালি এই সব আঘাত বার বার মোকাবিলা করেছে। ভাষা ও সংস্কৃতি উন্নতি হলে জাতিও উন্নতি করতে পারে। আমাদের ভাষা যেমন আনন্দের, তেমনি প্রতিবাদেরও।

ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন, এক সময় সারাদিন বইমেলায় ঘুরে মেলায় অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু ২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর সে সুযোগটি আর পাচ্ছি না। তারপর করোনার কারণে এখন ঘরবন্দি হয়ে পড়েছি। তাই সশরীরে উপস্থিত হতে পারিনি, সবার সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ হয়নি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.