কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের মাঝে ধানের শীষ প্রতিক বরাদ্দ
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়)■ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের অফিস থেকে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের মাঝে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে কুষ্টিয়ায় চারটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের ধানের শীষ প্রতিক ঘোষণা করা হয়। এবার চারটি আসনে ধানের শীষ প্রতিকে লড়বেন কুষ্টিয়া-১( দৌলতপুর) আসনে রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রের মোট ২৫ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
এদিকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার পর সভাকক্ষের বাহিরের বিএনপির উপস্থিতি দলের নেতাকর্মীরা প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

























Leave a Reply