বাংলাদেশ তরিকত পরিষদের আহবানে মাওলা আলী (ক.)র অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৯ জানুয়ারি ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
বাংলাদেশ তরিকত পরিষদের আহবানে মাওলা আলী (ক.)র অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়)■ বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) এর আহবানে ইমাম নগর দরবার শরিফের উদ্যোগে পবিত্র ক্বাবা গৃহে জন্মগ্রহনকারী অতি উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবা মাওলা আলী ক.এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি,২০২৬)বাদ মাগরিব শাহসুফী ইমাম জাকির হোসাইন নুরী গদীনশিন ইমাম নগর দরবার শরিফ গাজীপুর অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ সুফী আলী রেজা পাহলবী হায়দার (রয়েল হায়দারী) গদীনশিন, পাগার টংগী হায়দারী দরবার শরিফ, প্রেসিডিয়াম বিটিপি। বিশেষ অতিথি ছিলেন মোঃ শামসুল আলম চিস্তি,পরিচালক চিস্তিয়া দরবার শরিফ, ডেমরা ঢাকা, সাধারণ সম্পাদক বিটিপি।

বক্তারা বলেন, ইসলামের সূচনাকাল থেকেই হজরত আলী ছিলেন মহানবীর প্রিয়পাত্র। ইসলামের প্রতিটি কাজে তার অংশগ্রহণ থাকত অনিবার্য। হুজুর (সা.) নবুয়তপ্রাপ্ত হলে মাত্র ৯-১০ বছর বয়সে বালক আলী পুরুষের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন। পনেরো বছর বয়সে তিনি এক সমাবেশে নবী করিম (সা.)-এর উত্তরাধিকারী নিযুক্ত হন।

বক্তরা আরও বলেন, গোটা মুসলিম বিশ্বের নয়ন মনি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ও হুসাইনের পিতা এবং মুসলিম নারীদের জান্নাতের নেত্রী জগত জননী মা ফাতেমা রা এর প্রাণপ্রিয় স্বামী ছিলেন শেরে খোদা মওলা আলী (ক.)।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন শাহ মিডু, খলিফা চট্টগ্রাম দরবার শরিফ, আহবায়ক বিটিপি যুব পরিষদ, শাহ সুফী ওয়ারেস চিস্তি নিজামী, শাহ সুফী ইব্রাহিম খলিল শান্তি বাগী। কেন্দ্রীয় নেতা বিটিপি, ক্যাপটেন অবঃ রমজান আলী, কাজী আলম, গদীনশিন শানাল শাহ দরবার শরিফ কোনাবাড়ী, বিটিপি গাজিপুর প্রতিনিধি, শাহাজাদা সৈয়দ মনিরুল আলম সহ বিটিপি নেতৃবৃন্দ ও ইমাম নুরী হুজুরের ভক্তবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.