এটাই তারেক রহমানের মহানুভবতা
ফাতেমাকে বোনের স্বীকৃতি দিয়ে জিয়া পরিবারের একমাত্র মেয়ে হিসেবে মর্যাদা দিলেন তারেক রহমান
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়)■ ফাতেমাকে বোনের স্বীকৃতি দিয়ে তারেক রহমান ইতিহাসের সাক্ষী হলেন। তারেক রহমান বলেন, আমার বাসার কাজের মেয়ে ফাতেমা দূঃসময়ে আমার পরিবারে ছায়ার মতো আঁকড়ে ধরে ছিলেন। যখন আমি স্বপরিবারে লন্ডনে অবস্হান করছিলাম তখন বাসায় মা একা থাকতেন শুধু ফাতেমা বেগম থাকতেন।
এমনকি ২০১৮ সালে যখন আমার মায়ের জেল হয়, তখন ফাতেমা ছাড়া মায়ের সেবা করার মত কেউ নেই ভেবে আদালতে আবেদন করেন যে, স্যার আমি স্বেচ্ছায় ম্যাডাম জিয়ার সঙ্গে জেলে যেতে চাই। তার সেবা করার জন্য। তখন আদালত তার কথায় হতবাক হয়েছিলেন এবং আদালত সেই ব্যাবস্হায় করে দিয়েছিলেন। আমার মায়ের সঙ্গে ৭৭৮ দিন জেল খেটেছেন। আজ আমার মা নেই, এই ১৮ বছরে ফাতেমা মায়ের ছায়া সঙ্গী হবার কারনে, ফাতেমার শরীর থেকে আমার মায়ের গন্ধ খুঁজে পাই। তাই আইনি ভাবে তাকে এডপ্ট করে তাকে আমি বোনের স্বীকৃতি দিলাম।
আজ থেকে ফাতেমা কাজের মেয়ে নন, সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর একমাত্র মেয়ে এবং আমরা দুই ভাই তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। আমার বাবা মার সব সম্পত্তি থেকে আইনি ভাবে ফাতেমা যা পাবেন, তাকে তাই দেওয়া হবে, সেই সাথে জিয়া পরিবারের একমাত্র মেয়ে হিসেবে মর্যাদা পূর্ন আসনে অধিষ্টিত করা হইল। তাই দেশবাসী এবং আমার বাবা মায়ের রেখে যাওয়া বি এন পি দলের সকল মানুষের প্রতি অনুরোধ, আমার বোনকে – আপনাদের নিজের বোনের সন্মানের চোখে দেখবেন। আমার বোন ফাতেমার জন্য দোয়া এবং শুভ কামনা রইল।

























Leave a Reply