চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ তরিকত পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপির চট্রগ্রাম বিভাগীয় মত বিনিময় সভা সনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মাননীয় প্রেসিডিয়াম, চট্রগ্রাম বিভাগীয় দায়িত্বশীল ছুফি ছৈয়দ জাফর সাদিক শাহ মাঃ জিঃ,গদীনশিন চট্টগ্রাম দরবার শরিফ। সভা উদ্ভোধন করেন, বিটিপির কেন্দ্রীয় সভাপতি, শাহ সুফী খন্দকার বাশার উদ্দিন, গদীনশিন পরিচালক খান্দানী দরবার শরিফ।
প্রধান আলোচক ছিলেন, বিটিপির প্রেসিডিয়াম শাহ সুফী সৈয়দ আলী রেজা পাহলভী হায়দার (রয়েল হায়দারী),গদীনশিন পাগার হায়দারী দরবার শরিফ, টংগী। সভায় বিটিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব পরিষদ নেতৃবৃন্দ ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, আওলাদ ও প্রতিনিধিগন মত বিনিময় করেন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া রহমান মন্জিলের শাহাজাদা সৈয়দ নাঈমুর রহমান মাইজভান্ডারী আল হাসানী ওয়াল হোসাইনী (মা.জি.আঃ), পটিয়ার সোলতান ভাণ্ডার দরবার শরিফের পীরছাহেব হযরত শাহছুফি ডা. সৈয়দ এয়াকুব আলী (মা.জি.আ), কুমিল্লার রাজাপুর দরবার শরিফের পীরছাহেব হযরত শাহছুফি দলীলুর রহমান রাজাপুরী (মা.জি.আ), চন্দনাইস্থ রহমানিয়া দরবার শরিফের সাজ্জাদানশিন হযরত মোহাম্মদ গোলাম মওলা চৌধুরী (মা.জি.আ), হাফেজ নগর দরবারে আলীয়া শরিফের নায়েব মোন্তাজেম হযরত সৈয়দ ইরফানুল হক হাফেজনগরী (মা.জি.আ), ফরহাদাবাদ দরবার শরিফ ও গোমদন্ডি দরবার শরিফের আওলাদেপাক হযরত শাহজাদা সৈয়দ ফয়জুল আমিন রামিম ফরহাদাবাদী (মা.জি.আ), আমির ভাণ্ডার দরবার শরিফস্থ শাহ মঞ্জিলের মোন্তাজেম হযরত শাহজাদা ছৈয়দ জোনায়েদ আজিম আমিরী (মা.জি.আ),পটিয়াস্থ মঈনুদ্দিন চিশতিয়া খেদমত পরিষদের খাদেম হযরত মাওলানা ইসমাইল আহমেদ চিশতি (মা.জি.আ), বিশিষ্ট সমাজসেবক আশেকে রাসুল এডভোকেট ফেরদৌস আলম (মা.জি.আ), মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আলী রেজা (মা.জি.আ), আমির ভাণ্ডার খানকাহ শরিফের পরিচালক গোলামে আমির আব্দুর রহিম আমিরী (মা.জি.আ.), মোহাম্মদীয়া কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম হযরত এ আর কামরুল ইসলাম (মা.জি.আ), উত্তর মেখল দরবারে মনোয়ার শরিফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ ছালেকুল মওলা (মা.জি.আ), আস্তানায়ে নজির ভাণ্ডার দরবার শরিফের নায়েব সাজ্জাদানশিন হযরত মিনহাজুল আমিন রিফাত আজহারী (মা.জি.আ),শায়েখ মাওলানা নজরুল ইসলাম বদরপুরী (মা.জি.আ), খানকায়ে রাহে ভাণ্ডার বাকলিয়ার পরিচাল আলহাজ্ব শাহজাদা ছৈয়দ সোলতানুল আলম খোকন।
বিটিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম মেম্বার ও কুমিল্লার দৌলতবাড়ী দরবার শরিফের পীরছাহেব শাহসুফি সৈয়দ নঈমুদ্দিন আল কাদেরী (মা.জি.আ), বিটিপির উপদেষ্টা মন্ডলীর সদস্য, মোঃ নাসিরুদ্দিন নাসিম, সহ-সভাপতি ও টঙ্গীস্থ মোহাম্মদীয়া খানকাহ শরিফের পরিচালক হযরত শাহছুফি গোলাম মোহাম্মদ সাত্তার মোল্লা (মা.জি.আ), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডেমরাস্থ চিশতিয়া খানকাহ শরিফের পরিচালক শাহছুফি মোঃ শামসুল আলম চিশতী (মা.জি.আ), বিটিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজিপুরস্থ বৈরাবরী সোলতানিয়া পাক দরবার শরিফের পীরজাদা হযরত শাহছুফি আব্দুল আলিম অভি বৈরাবরী আল কাদেরী (মা.জি.আ), অর্থ সম্পাদক ও হাই বখশি দরবার শরিফের নায়েব সাজ্জাদানশিন শাহছুফি হযরত হাবিবুন্নবী হাই বখশি (মা.জি.আ), বিটিপি বার্তা সম্পাদক ও চনপাড়া দরবার শরিফের পীর হযরত শাহছুফি খাজা নিজামুদ্দিন চিশতি (মা.জি.আ), যাত্রাবাড়িস্থ পরদেশী দরবার শরিফের পীরছাহেব ও বিটিপি’র দপ্তর সম্পাদক মিলন পরদেশী (মা.জি.আ),বোয়ালখালীস্থ উজির আউলিয়া দরবার শরিফের সাজ্জাদানশিন হযরত শাহছুফি আলহাজ্ব আবুল হাশেম ( হাশেম ফকির) মাইজভাণ্ডারী,
এছাড়াও বিটিপি যুব পরিষদের থেকে উপস্থিত ছিলেন, যুব পরিষদ কেন্দ্রীয় আহবায়ক শাহ মিডু। নজু ভাণ্ডার দরবার শরিফের মোন্তাজেম ও চট্টগ্রাম জেলা যুব পরিষদের সহ-সভাপতি শাহজাদা ইরফান আহমেদ নজুভাণ্ডারী (মা.জি.আ) যুব পরিষদ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক খিজির শাহ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রাসেল মাহমুদ অয়ন, গাজিপুর জেলা যুব প্রতিনিধি রিয়াদ হোসেন, যুব পরিষদ কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন, যুব পরিষদ কেন্দ্রীয় নেতা রাসেল হোসেন, মোবারক হোসেন আবুল উলায়ী, ব্রাক্ষণবাড়িয়া যুব পরিষদ আহ্বায়ক মোহাম্মদ কিবরীয়া, যুব পরিষদ ফেনী আহ্বায়ক হাসনাতুর রহমান সুজন, কক্সবাজার আহ্বায়ক শেখর বি. রাসেল, চট্টগ্রাম জেলা যুব পরিষদ সেক্রেটারী আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইব্রাহিম হোসেন বিপু, বন্দর থানা সভাপতি ডা রবিন, বিটিপির সাংগঠনিক সম্পাদক, শাহাজাদা সৈয়দ আব্দুল আলিম অভি বরিয়াবৈরী প্রমূখ।
সবশেষে দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক দরবারের পীর মাশায়েকগণের অংশগ্রহনে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভাটি রাত ৮ ঘটিকায় মিলাদ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন, চট্রগ্রাম জেলা যুব পরিষদ সভাপতি, শাহাজাদা সৈয়দ সাইফুল আলম নাইডু।

























Leave a Reply