ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯, নতুন এনসিপি ও বাসদ মার্ক্সবাদীকে নিবন্ধন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ নভেম্বর ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ
ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯, নতুন এনসিপি ও বাসদ মার্ক্সবাদীকে নিবন্ধন

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দল দুটি হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। 

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনটি বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে লেখা হয়েছে— The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার (২য় তলা) ১১৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১২০৫। দলটির সংরক্ষিত প্রতীক ‘শাপলা কলি’ এবং নিবন্ধন নম্বর-৫৮।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধানের শর্তাদি পূরণ করায় ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)’-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় ২২/১ তোপখানা রোড (ষষ্ঠ তলা), ঢাকা-১০০০। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সংরক্ষিত প্রতীক ‘কাঁচি’ এবং নিবন্ধন নম্বর ৫৯।

নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ প্রজ্ঞাপন দুটি জারি করেছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দল দুটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হবে। এই নিবন্ধনের ফলে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯-এ উন্নীত হলো।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.