লালন শিল্পী রতন শাহের উপর হামলায় ভবের হাট শিল্পগোষ্ঠীর প্রতিবাদ সভা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৫ অক্টোবর ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
লালন শিল্পী রতন শাহের উপর হামলায় ভবের হাট শিল্পগোষ্ঠীর প্রতিবাদ সভা

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়া সংলগ্ন অবস্থিত লালন শাঁইজির মাজারের নিয়মিত শিল্পী রতন শাহের উপরে গত শুক্রবার রাত ১২ টায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালন শাঁইজির মাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন। রাস্তায় ওতপেতে থাকা দুর্বৃত্তের ছুরির আঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাতেই নেওয়া হয় কুষ্টিয়া সদর হাসপাতালে।

লালন শিল্পীর উপরে এমন হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভবের হাট শিল্পগোষ্ঠী ।
শনিরবার রাতে লালন শাহ্ মাজার এলাকায় অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভবের হাটের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্যবৃন্দ।
এসময় বলা হয়, একজন নিরীহ লালন শিল্পীর উপর এমন হামলা মানে সারা শিল্পীদের উপর হামলা। সভায় এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেসময় এ ঘটনার জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন