কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হয়েছে লালন উৎসব, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৮ অক্টোবর ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হয়েছে লালন উৎসব, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত

■ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায়) ■ কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুক্রবার (১৭ অক্টোবর), ১ কার্তিক (১৪৩২ বঙ্গাব্দ) থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত লালন উৎসব ও লালন মেলা। আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসকে ঘিরে আয়োজিত তিন দিনের উৎসবে দেশের নানা প্রান্ত থেকে ভক্ত, সাধক ও দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন আখড়াবাড়ি প্রাঙ্গণে।

এবছর লালন উৎসব শুধু কুষ্টিয়ার আখড়াবাড়িতে নয়, এবার জাতীয় পর্যায়ে ঢাকা ও দেশের ৬৪ জেলাতে উদযাপিত হবে এই লালন উৎসব।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবার মেলা আয়োজন করা হয়েছে। লালন একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন থাকবে ভাবগান, আলোচনা, আলোকসজ্জা, বাউল গানের আসর এবং আখড়ার সাধুদের আধ্যাত্মিক অনুষ্ঠান। লালনের দর্শন, গান ও মানবতার বার্তা ধারণে উন্মুখ মানুষজন গান, ভাবগান, আলোচনা সভা আর আড্ডায় ভরিয়ে তুলবেন মেলার মাঠ।

এবছরই প্রথমবারের মত তিন দিনের এ মেলা রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হয়। এবার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে ছেঁউড়িয়ায় এসেছেন সমালোচক, লেখক, গবেষক ও অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। অনুষ্ঠানের শুরুতে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন তিনি।

এর আগে এদিন সন্ধ্যা ৭টায় কালী নদীর তীরে লালন মুক্ত মঞ্চে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, চিন্তক ফরহাদ মজহার, সংস্কৃতি সচিব মফিদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.