কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউলের আজ শুভ জন্মবার্ষিকী

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
কবি ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউলের আজ শুভ জন্মবার্ষিকী

কুষ্টিয়ার কবি, লেখক ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউলের আজ শুভ জন্মবার্ষিকী। তিনি ১২ই রবিউল আউয়াল তথা পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সাঃ) এই দিনে প্রভাতকালে মানবকূলে জন্মগ্রহণ করেন । 

কুষ্টিয়া শহরে বেড়ে ওঠা কবি নূর মোহাম্মদ রবিউল কবিতা ও প্রবন্ধ লেখালেখির পাশাপাশি তিনি সাংবাদিকতা করছেন। আত্মশুদ্ধি, সুফী দর্শন ও জীবন আধ্যাত্মিকতা সম্পর্কে তিনি বেশি লিখে থাকেন। সততা ও আদর্শে জীবন গড়া সকলের পরিচিত সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল ১৯৯৩ সাল থেকে ৮ম শ্রেণীতে পড়াকালীন সময় থেকে কবিতা ও ছড়া লেখালেখিতে হাতেখড়ি। তাঁর প্রকাশিত সৃষ্টিশীল কবিতার বই রয়েছে ৬টি। প্রকাশিত বইগুলো হচ্ছে, সৃষ্টি (প্রকাশ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৩), সাধনার গুপ্ত ভেদ প্রথম খন্ড (একুশে বইমেলা ২০১১), সাধনার গুপ্ত ভেদ দ্বিতীয় খন্ড (বিশ্ব মা দিবস ২০১১), সাধনার গুপ্ত ভেদ তৃতীয় খন্ড (পবিত্র শব-ই মেরাজ- ২০১১), আত্মা (অমর একুশে গ্রন্থমেলা- ২০১২) ও মা (১লা অক্টোবর-২০১৪)। এছাড়াও তাঁর লেখা কুষ্টিয়ার ইতিহাস-ঐতিহ্য ও সমসাময়িক নিয়ে অসংখ্য প্রবন্ধ-ফিচার স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। অতঃপর তিনি নিয়মিত কলাম লেখক হিসেবে কুষ্টিয়ার একজন অতি পরিচিত মুখ। তাঁর লেখা প্রকাশিত কবিতা বইগুলো সৃজনশীল গবেষণামূলক সম্বলিত। কবিতার মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠা, মানবতার কল্যাণ ও মহৎ গুণাবলীর মাধ্যমে সু-শৃঙ্খল জীবন সাজানোর বাণী আত্মপ্রকাশ করেছেন।

শিক্ষাজীবনে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং পাশাপাশি সাংবাদিকতায় ‘ডিপ্লোমা ইন জার্নালিজম’ লাভ করেছেন। কুষ্টিয়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল https://kushtiapress.com/ কুষ্টিয়া প্রেস (সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায় )-এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলাদেশ বার্তা’ পত্রিকার সহ সম্পাদক। দীর্ঘদিন তিনি জাতীয় (ইংরেজী ও বাংলা) দৈনিকের পাশাপাশি স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন এবং এখনও করছেন। সাহিত্য চর্চা ও সাংবাদিকতা তিনি একই সাথে ধরে রেখেছেন। 

কবি নূর মোহাম্মদ রবিউল-এঁর পিতা মরহুম আফাজ উদ্দিন মিয়া ও মাতা রাবেয়া বেগম। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী নূসরাত নূর, একমাত্র কন্যা নওশিন নূর ও এক পুত্র ইয়াসিন নূর। কুষ্টিয়া শহরের আমলাপাড়া এস.সি.বি. রোডে নিজস্ব ‘সৃষ্টি নিকেতন’ আবাসভূমি রয়েছে। তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মৃতিপদক ২০১৪’ পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননাও পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.