ঢাকাস্থ ‘কুষ্টিয়া জেলা সমিতি’ নির্বাচনে সভাপতি শেখ সাদী ও মহাসচিব আবুল হোসেন নির্বাচিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১১ জানুয়ারি ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ণ
ঢাকাস্থ ‘কুষ্টিয়া জেলা সমিতি’ নির্বাচনে সভাপতি শেখ সাদী ও মহাসচিব আবুল হোসেন নির্বাচিত

ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির দ্বিবার্ষিক (২০২৪-২০২৫) নির্বাচনে এশিউর গ্রুপের চেয়ারম্যান, রিহ্যাবের পরিচালক এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আবুল হোসেন মহাসচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ৬০ পল্টন লাইনের কুষ্টিয়া ভবনে নির্বাহী পরিষদ নির্বাচনে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

এবারের নির্বাচনে কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় চূড়ান্তভাবে নির্বাচিত ১০১ জন প্রার্থীর তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার প্রধান নির্বাচন কমিশনার এবিএম কামারুল ইসলাম। এ সময় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বিদায়ী সভাপতি এম এ সালাম এবং মহাসচিব জয়নাল আবেদীনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.