কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন শামীম আরা রিনি
কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনি। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে এরই মধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, “জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
নতুন দায়িত্বপ্রাপ্ত ডিসিরা তাদের দায়িত্বপালনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করা হচ্ছে।
Leave a Reply