ইজতেমার মাঠে তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪, করা হচ্ছে মামলা: স্বরাষ্ট্র উপদেষ্টা। এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি
গাজীপুরের টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমার মাঠে তাবলীগ জামাতের দুই গ্রুপের (জোবায়ের ও সাদ) ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহতসহ আহত হয়েছেন প্রায় ৫০ জন। এদিকে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।
অপরদিকে ইজতেমার মাঠে সংঘর্ষে চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। সংঘর্ষের ঘটনায় সচিবালয়ে আজ বুধবার সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা। তবে সকালে তিনজন নিহতের খবর পাওয়া যায়। নিহত ওই তিনজনকে নিজের পক্ষের লোক বলে দাবি করেছিল সাদ ও জুবায়েরপন্থিরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, যারা টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। খুনিদের কোনো অবস্থায় ছাড় দেওয়ার সুযোগ নাই। যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply