কুষ্টিয়া জেলা বিএনপি’র নানা আয়োজনে মহান বিজয় বিজয় উদযাপন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৬ ডিসেম্বর ২০২৪, ১:১২ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা বিএনপি’র নানা আয়োজনে মহান বিজয় বিজয় উদযাপন

কুষ্টিয়া জেলা বিএনপি’র নানা আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যেদিয়ে দিনব্যাপী নানা কর্মসূচীতে পালিত হয় দিবসটি।

বিজয় শোভাযাত্রা ও আলোচনা অনষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার বিএনপির সংগ্রামী আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালন করেন কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ও জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.