কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পালিত হয় মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৪১মিনিটে সুর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে কুষ্টিয়া কালেক্টর চত্তরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনর্ম শ্রদ্ধা প্রদর্শন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এরপর জেলার মুক্তিযোদ্ধারা, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবি এবং সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা স্বৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। পরে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় মুক্তিযোদ্ধাদের ব্যানারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশ গ্রহণ করেন। ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে সালাম জানান। এছাড়াও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সকাল ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও সকাল থেকেই বিএনপি,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের র্যালী ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্যেদিয়ে দিনব্যাপী নানা কর্মসূচীতে পালিত হয় দিবসটি। এদিকে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।
Leave a Reply