মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ কুষ্টিয়া এর পক্ষ থেকে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে কুষ্টিয়া সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবরের সদস্যদের সংবর্ধনা ও বীর শহিদদের স্মরনে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতোয়ার রহমান, অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা ,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা সহ জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply