সাংবাদিক মুন্নী সাহা প্যানিক অ্যাটাকে অসুস্থ থাকায় জামিন শর্তে পরিবারের জিম্মায়

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১ ডিসেম্বর ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ
সাংবাদিক মুন্নী সাহা প্যানিক অ্যাটাকে অসুস্থ থাকায় জামিন শর্তে পরিবারের জিম্মায়

‘এক টাকার খবর’ অনলাইন পোর্টালের সম্পাদক সাংবাদিক মুন্নী সাহাকে
শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি প্যানিক অ্যাটাকে অসুস্থ হওয়ায় জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে কাওরান বাজার এলাকায় তাকে ঘেরাও করেন স্থানীয় লোকজন। এরপর পুলিশের এসে মুন্নী সাহাকে তেজগাঁও থানায় নিয়ে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ডিবি পুলিশ সাংবাদিকদের জানান, তিনি প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েছেন। এমন অবস্থায় ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় জামিন নেওয়ার শর্তে রাতেই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তার নামে এ পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। জুলাই-অগাস্ট আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় যে সাত সাংবাদিককে আসামী করা হয়েছে, তাদের মধ্যে মুন্নি সাহা একজন। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

মুন্নি সাহা একসময় এটিএন নিউজ, একুশে টিভি এবং ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.