‘বিএনপি’র কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন ইউনিটের কমিটি দলের গঠনতন্ত্র মতে হবে’
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন ইউনিটের (ওয়ার্ড, ইউনিয়ন,থানা/উপজেলা,জেলা) কমিটি সমূহ দলের গঠনতন্ত্রের নিম্নোক্ত ধারা মোতাবেক গঠিত হবে’। এই বিষয়ে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন।
তিনি এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে আরও জানান, ‘জেলা বিএনপিকে সুসংগঠিত করার লক্ষে, গঠনতন্ত্রের আলোকে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে সাধারণ কর্মীদের প্রত্যক্ষ ভোটে ৯০ দিনের (ফেব্রুয়ারি ৪, ২০২৫) মধ্যে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সকল পর্যায়ের কমিটি গঠন করা হবে’।
তিনি আরও জানান, বিএনপি’র গঠনতন্ত্রের ধারা ৬ এর ‘খ’ সাংগাঠনিক কাঠামোর গঠন প্রণালী উল্লেখ করেন বলেন, ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিল ও ইউনিয়ন ওয়ার্ড নির্বাহী কমিটিঃ প্রতি ইউনিয়নের ওয়ার্ডে ন্যূনতম ১০০ জন প্রাথমিক সদস্য নিয়ে দলের কাউন্সিল গঠিত হবে। এই কাউন্সিল দুই বছর মেয়াদে কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে অনূর্ধ ৫১ জনের একটি ইউনিয়নের ওয়ার্ড নির্বাহী কমিটি নির্বাচিত করবে।
ইউনিয়ন কাউন্সিল ও ইউনিয়ন নির্বাহী কমিটিঃ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সমন্বয়ে গঠিত হবে দলের ইউনিয়ন কাউন্সিল।এই কাউন্সিল দুই বছর মেয়াদে কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে ৭১ জনের অনূর্ধ একটি ইউনিয়ন নির্বাহী কমিটি নির্বাচিত করবে।
আর উপজেলা/থানা নির্বাহী কাউন্সিল ও উপজেলা/থানা নির্বাহী কমিটিঃ উপজেলা/থানাভুক্ত প্রতিটি ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ নিয়ে দলের উপজেলা/থানা কাউন্সিল গঠিত হবে। এই কাউন্সিল দুই বছর মেয়াদে কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে ১০১ জনের অনূর্ধ একটি উপজেলা/থানা নির্বাহী কমিটি নির্বাচিত করবে।
সবশেষে জেলা কাউন্সিল ও জেলা নির্বাহী কমিটিঃ প্রশাসনিক ও রাজনৈতিক জেলাভুক্ত প্রতিটি উপজেলা/থানার ও পৌরসভার নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে জেলা কাউন্সিল গঠিত হবে। এই কাউন্সিল দুই বছর মেয়াদে কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে ১৫১ জনের অনূর্ধ একটি জেলা নির্বাহী কমিটি নির্বাচিত করবে।
এরআগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্তমোতাবেক কুষ্টিয়া জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গত ৪ নভেম্বর প্রকাশ করা হয়। এতে কুতুব উদ্দিন আহমেদ’কে আহবায়ক এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার’কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ঘোষণা করেছেন।
এদিকে বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে নতুন আহবায়ক কমিটিকে জেলার সর্বস্তরের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সমর্থকগণ নির্বাচিতদের স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন। আপরদিকে এই আহবায়ক কমিটিতে যথার্থ জায়গা না হওয়া ও পদ বঞ্চিত হওয়া একাংশ বিএনপির নেতা-কর্মীরা কয়েক দফা নতুন কমিটির বিরুদ্ধে প্রতিবাদও করেছেন।
Leave a Reply