মার্কিন নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পুনরায় নির্বাচিত হলেন দুই মুসলিম নারী
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট পার্টি থেকে পুনরায় নির্বাচিত হলেন দুই মুসলিম নারী। এর মধ্যে রাশিদা তালিব চতুর্থ মেয়াদে এবং ইলহান ওমর তৃতীয় মেয়াদে জয়ী হয়েছেন। বুধবার (০৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী রাশিদা তালিব এবং ইলহান ওমর মার্কিন প্রতিনিধি পরিষদে পুনরায় নির্বাচিত হয়েছেন। মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মহিলাও হলেন তালিব। মঙ্গলবার ডিয়ারবর্নের বৃহৎ আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগানের প্রতিনিধি হিসেবে চতুর্থ মেয়াদে পুনরায় নির্বাচিত হয়েছেন তিনি।
অন্যদিকে ইলহান ওমর, শরণার্থী এবং সোমালি-আমেরিকান। তিনি মিনেসোটাতে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। এ আসনটি দৃঢ় গণতান্ত্রিক ধারায় ৫ জেলার প্রতিনিধিত্ব করে। এরমধ্যে মিনিয়াপোলিস এবং বেশ কয়েকটি শহরতলির অন্তর্ভুক্ত রয়েছে।
Leave a Reply