কুষ্টিয়া জেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন
কুষ্টিয়া জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি আজ সোমবার (৪ নভেম্বর) অনুমোদিত হয়েছে। কুতুব উদ্দিন আহমেদ’কে আহবায়ক এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার’কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত আহবায়ক কমিটিতে জেলার যারা আছেন তাদের নাম পদবী উল্লেখ করা হলো-
১. কুতুব উদ্দিন আহমেদ – আহবায়ক।
২. রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা – সিনিঃ যুগ্ম আহবায়ক।
৩. এ্যাড. তৌহিদুল ইসলাম আলম- যুগ্ম আহবায়ক।
৪. শেখ সাদী – যুগ্ম আহবায়ক।
৫. নুরুল ইসলাম আনছার প্রামানিক – যুগ্ম আহবায়ক।
৬. ইঞ্জিঃ মোঃ জাকির হোসেন সরকার – সদস্য সচিব।
৭. এড. গোলাম মোহাম্মদ – সদস্য।
৮. মোঃ আলাউদ্দিন খান – সদস্য।
৯. মোঃ বশিরুল আলম চাঁদ – সদস্য।
১০. মুন্সি জেড, জি রশিদ রেজা বাজু – সদস্য।
১১. মোঃ আবু দাউদ – সদস্য।
১২. শহীদ সরকার মঙ্গল – সদস্য।
১৩. সৈয়দ আমজাদ আলী- সদস্য।
১৪. মোঃ আব্দুল আজিজ মিলন – সদস্য।
১৫. আলহাজ্ব শওকত হাসান বুলবুল – সদস্য।
১৬. এ কে বিশ্বাস বাবু – সদস্য।
১৭. খন্দকার ওমর ফারুক কুদ্দুস – সদস্য।
১৮. জাহিদুল ইসলাম বিপ্লব – সদস্য।
১৯. মোঃ আব্দুর রশীদ – সদস্য।
২০. ইসমাইল হোসেন মুরাদ – সদস্য।
২১. এ্যাড. খাদেমুল ইসলাম – সদস্য।
২২. এ্যাড. শামীম উল হাসান অপু – সদস্য।
২৩. আল আমিন রানা কানাই – সদস্য।
২৪. শহীদুজ্জামান খোকন – সদস্য।
২৫. মহিউদ্দিন চৌধুরী মিলন – সদস্য।
২৬. আব্দুল মঈদ বাবুল – সদস্য।
২৭. কামাল উদ্দিন – সদস্য।
২৮. আব্দুল মাজেদ – সদস্য।
২৯. মোঃ আব্দুল হাকিম মাসুদ – সদস্য।
৩০. মোঃ আবু তালেব – সদস্য।
৩১. মোঃ শাজাহান আলী- সদস্য।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কুষ্টিয়া জেলা বিএনপি’র দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকার’কে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়েছিল। আজ ৪ নভেম্বর কুষ্টিয়া জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি হিসেবে কেন্দ্রীয় ভাবে অনুমোদন হয়।
এদিকে জেলার সর্বস্তরের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী-সমর্থক নতুন এই আহবায়ক কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়াও সবাই কুতুব উদ্দিন আহমেদ ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে কুষ্টিয়া জেলা বিএনপি আরো সুসংগঠিত হবে বলে আশা ব্যক্ত করেছেন।
Leave a Reply