লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি সূফী সাজেদুল ইসলাম ডালিমের আজ জন্মদিন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ
লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্রের সভাপতি সূফী সাজেদুল ইসলাম ডালিমের আজ জন্মদিন

কুষ্টিয়া জেলার অতি জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্র’ এর সভাপতি বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক সূফী সাজেদুল ইসলাম ডালিম এর আজ জন্মদিন। সংগীত শিল্পী, সাংস্কৃতিক প্রেমী ও বিভিন্ন মহল থেকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। কুষ্টিয়া প্রেস ডটকম (সাহিত্য, সাংস্কৃতিক ও সাংবাদিকতায়) -এর সম্পাদক ও প্রকাশক কবি, লেখক ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন। সেই সাথে সূফী সাজেদুল ইসলাম ডালিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করেছেন। আগামীতে জেলার সাহিত্য ও সংগীত চর্চা ক্ষেত্রে ডালিমের নেতৃত্বে সংগঠনটি আরও সাফল্য বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

সূফী সাজেদুল ইসলাম ডালিমের হাতে গড়া ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া ফকীর লালন শাঁইজীর মাজার সংলগ্নে ‘লালন সংগীত চর্চা ও গবেষণা কেন্দ্র’ অবস্থিত। গীতিকার, সাংস্কৃতিক কর্মী, আবৃত্তি-সংগীত শিল্পী ও জেলার গুণী-শিক্ষানবীশ শিল্পীদের নিয়ে নিয়মিত আসরে সকলের অংশগ্রহণে প্রতিদিনের সাংস্কৃতিক চর্চা জেলাব্যাপী বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই সংগঠনটিতে বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক সূফী মাজেদুর ইসলাম ডালিম দীর্ঘ ২৯ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.