জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন আর নেই

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১৫ অক্টোবর ২০২৪, ১:৫১ পূর্বাহ্ণ
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন আর নেই

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুহম্মদ আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম ও মো. আবুল বাসার মজুমদার।

এর আগে বিশিষ্ট সাংবাদিক নেতা আলতাফ হোসেনের ছেলে মঞ্জুর হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম-মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম (টিটো) জানান, দু’দিন আগে মুহম্মদ আলতাফ হোসেন স্বাভাবিক অবস্থায় শারীরিক ভাবে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। এর কিছুক্ষন পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়।

মুহম্মদ আলতাফ হোসেন প্রথম জীবনে দৈনিক ইনকিলাব, দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রিকার সাথে কাজ করেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতার পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন প্রবন্ধ, ছোট গল্প, কবিতা লেখালেখির সাথে কিছু পত্রিকা সম্পাদনা করেন। তার নিজ হাতে গড়া জাতীয় পাক্ষিক ‘সমতল’ পত্রিকা নিয়মিত প্রকাশ হয়ে আসছে।

তিনি, সাংবাদিক জগতে আত্মতুষ্টি ও সাংবাদিকদের জন্য ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা। যার প্রতিটি শাখা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের কয়েকটি দেশে বিদ্যমান। শেষ জীবনঅব্দি তিনি সংগঠনটিকে নিজ সন্তানের মতো ভালোবেসে গেছেন। সৃষ্টি করে গেছেন হাজার হাজার সাংবাদিক নেতাকর্মী।

তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার হাজার হাজার নেতাকর্মীসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তিনি স্ত্রী, ২ পুত্র, কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গণমাধ্যমে সুপরিচিত বরেন্দ্র এই সাংবাদিক নেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৫ অক্টোবর) বাদ জোহর মুগদা মায়াকানন সংস্থার প্রধান কার্যালয় সংলগ্ন ঝিলপাড় জামে মসজিদে। জানাজা শেষে তাকে হয়ত তার নিজ এলাকা বাকেরগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.