ইরান যে কোনো আগ্রাসন মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত আছে: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২ অক্টোবর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ
ইরান যে কোনো আগ্রাসন মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত আছে: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যে কোনো আগ্রাসন বা হুমকি মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত আছে ইরান। মঙ্গলবার (১ অক্টোবর) নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে এ সব কথা লেখেন তিনি।

মঙ্গলবার রাতে তেলআবিবের নিকটবর্তী তিনটি সামরিক স্থাপনাকে টার্গেট করে ‘অপারেশন ট্রু প্রমিজ-২’ নামের অভিযান চালিয়েছে ইরান।
এ  তার দেশ ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে উল্লেখ করে পোস্টটিতে তিনি লেখেন, ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, ন্যায়সঙ্গত অধিকার অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের এক্স পোস্টে আরও বলা হয়েছে, ইরানি জনগণের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেনে রাখা উচিত যে, ইরান যুদ্ধবাজ নয়। কিন্তু দেশটি যে কোনো আগ্রাসন বা হুমকি মোকাবিলা করতে পূর্ণ প্রস্তুত রয়েছে।

এ ছাড়া তিনি বলেন, মঙ্গলবার রাতে যে অভিযান চালানো হয়েছে সেটি ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ মাত্র। কাজেই ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে আসবেন না।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.