পাটিকাবাড়ীতে সংঘালঘু হিন্দু সম্প্রদায়ের গৃহনির্মাণ উদ্বোধন করলেন জামায়াতে ইসলামী

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৯ সেপ্টেম্বর ২০২৪, ৩:১৩ অপরাহ্ণ
পাটিকাবাড়ীতে সংঘালঘু হিন্দু সম্প্রদায়ের গৃহনির্মাণ উদ্বোধন করলেন জামায়াতে ইসলামী

কুষ্টিয়া সদর উপজেলার ৮নং পাটিকাবাড়ী ইউনিয়নে সংখ্যালঘু হিন্দু দাস সম্প্রদায়ের গৃহ নির্মাণ উদ্বোধন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটিকাবাড়ী শাখা। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাটিকাবাড়ীর দাসপাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী খগেন দাসের পুত্র শ্রী পচা দাসের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী ইবি থানার আমীর আশরাফুল আজাদ বাবলু।

পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবি থানা সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম।
শ্রী পচা দাস পাটিকাবাড়ী ইউনিয়নের সংখ্যালঘু দাস সম্প্রদায়ের মধ্যে অতি সামান্য উপার্জনের একজন দিনমজুর। অতি বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ে তার বসবাসের একমাত্র গৃহটি। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি এক প্রকার খোলা আকাশের নিচে বসবাস করছিলেন। অতি সামান্য উপার্জনের কারণে তার পক্ষে সম্ভব ছিল না গৃহটি পুনরায় নির্মাণ করা। পাটিকাবাড়ী জামায়াতে ইসলামী তার বাড়ী পরিদর্শনে গেলে উঠে আসে তার জীবনের নির্মম দৃশ্য। সমাজসেবার অংশ হিসেবে পাটিকাবাড়ী জামায়াতের আমীর সাংগঠনিক ভাবে গৃহটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন।

পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী উসমান গণীর পরিচালনায় এবং ৫নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান খোকনের সঞ্চালনায় উক্ত গৃহ নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ও ৩নং ওয়ার্ড সভাপতি আবু সুফিয়ান শাওন, ৪নং ওয়ার্ড সভাপতি আজিবার রহমান, ৫নং ওয়ার্ড সেক্রেটারি ডা: রবিউল আলম, ৭নং ওয়ার্ড সেক্রেটারি রিপন আলী, ৮নং ওয়ার্ড সভাপতি আতিয়ার রহমান, ইউনিট সভাপতি খাদেমুল ইসলাম খোকন প্রমুখ।
গৃহ নির্মাণ কার্যক্রমটি সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন জামায়াতে ইসলামী পাটিকাবাড়ী ইউনিয়ন শাখা।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন