১২ সিটি করপোরেশন ও ৩২৩ টি পৌরসভার সকল কাউন্সিলরদের অপসারণ করলো সরকার

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ণ
১২ সিটি করপোরেশন ও ৩২৩ টি পৌরসভার সকল কাউন্সিলরদের অপসারণ করলো সরকার

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচিত মেয়রদের অপসারণের ছয় সপ্তাহের মাথায় এবার সরিয়ে দেওয়া হল কাউন্সিলরদেরও। দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে বৃহস্পতিবার দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

১২ সিটি করপোরেশন হল: ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। এই সিটি করপোরেশনগুলোর মধ্যে কেবল রংপুরে জাতীয় পার্টির মেয়র ছিলেন। বাকি ১১টিতেই দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতারা। এই সিটির মেয়রদের মধ্যে প্রায় সবাই আত্মগোপনে অথবা মামলার আসামি হয়েছেন। তাদের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলররাও কার্যালয়ে আসছিলেন না।

একই দিন অপর একটি আদেশে সরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের শাসনামলে নির্বাচিত পৌর মেয়রদেরও। যে ভোটে এই জনপ্রতিনিধিরা নির্বাচিত হন, সেগুলোতে সে সময়ের বিরোধী দল বিএনপি অংশ নেয়নি বা নিলেও ভোটে কারচুপির অভিযোগ উঠে।সরকার পতনের পর অপসারণ করা হয় উপজেলা পরিষদ ও জেলা পরিষদের চেয়ারম্যানদেরও। উপজেলায় চেয়ারম্যানদের পাশাপাশি ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়। এখন পর্যন্ত টিকে আছে কেবল ইউনিয়ন পরিষদ। তবে যেসব ইউনিয়নে চেয়ারম্যানরা অনুপস্থিত আছেন, সেখানে প্রশাসক বসানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের নির্বাচিত চেয়ারম্যানদের বেশিরভাগই প্রকাশ্যে নেই। তাদের অনেকেও বিভিন্ন মামলার আসামি হয়েছেন।

বিএনপির পক্ষ থেকে ইউনিয়ন পরিষদগুলোও ভেঙে দেওয়ার দাবি জানিয়ে বলা হয়েছে, স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু জাতীয় নির্বাচনের পথে অন্তরায়।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.