কুষ্টিয়ায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে কুষ্টিয়ায় বিভিন্ন অনুষ্ঠান মালা হয়। প্রায় প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের পক্ষ থেকে মহামানবের জন্ম দিবস উপলক্ষে আলোচনাসভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা, ওয়াজ মাহফিল, দুরুদপাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ শিশু একাডেমি কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে সোমবার সকাল ১০ টায় শিশু কিশোরদের কেরাত, ইসলামী গান ও আযান ইসলামী প্রতিযোগীতা আয়াজন করা হয়েছে। আলোচনা ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার অবঃ উপাধাক্ষ আলহাজ মাওলানা আব্দুল হালীম শরীফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোখলেসুর রহমান।
কুষ্টিয়া বড় জামে মসজিদে সোমবার বাদ মাগরীব আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, মুল আলোচনা করেন বৃহত্তর কুষ্টিয়া উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ।
শহরের এনএস রোড বড় বাজার রাজ্জাক মার্কেট ব্যাবসায়ীদের উদ্যেগে সোমবার বাদ যোহর আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা পেশ করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে কুঠিপাড়ায় কুষ্টিয়া মডেল মসজিদে সোমবার বাদ এশা আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষথেকে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে গরীব দুস্থদের মাঝে খাদ্য বিতরন করেন সংগঠনের জেলা সভাপতি এ্যাড.শামিম উল হাসান অপু।
সংকল্প যুব সমাজের উদ্যেগে কুষ্টিয়া শহরে বর্নাঢ্য মোবারক র্যালী করা হয়। র্যালীটি কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে শুরু হয়। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মহামানবের জন্ম দিবস উপলক্ষে আলোচনাসভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা, ওয়াজ মাহফিল, দুরুদপাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply