হযরত শাহপরান মাজারে দুর্বৃত্তের হামলা, আহত ৫, জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ
সিলেটের হযরত শাহপরান (রা.) মাজারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ওরস চলাকালে হামলার এ ঘটনা ঘটে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। তখন মাজারে ওরস চলছিল। দুর্বৃত্তরা মাজারে লাঠিসোটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের আটকাতে গেলে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় কারা জড়িত তা এখনো চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, হযরত শাহপরান (রঃ) ছিলেন সুহরাওয়ার্দিয়া ও জালালিয়া তরিকার প্রখ্যাত সুফি সাধক। তিনি হযরত শাহজালাল (রঃ) -এর সাথে সিলেট অভিযানে অংশগ্রহণ করেন ১৩০৩ সালে। এবং সিলেটের বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। সিলেট শহর থেকে প্রায় ৭ কিমি দূরে দক্ষিণ খাছ পরগনায় খাদিম নগরে খানকাহ স্থাপন করেন এবং তিনি আধ্যাত্মিক সাধনা শুরু করেন । হযরত শাহপরান (রঃ) আত্বীয় সুত্রে হযরত শাহজালাল (রঃ) এর ভাগনা মানে বোনের ছেলে। হযরত শাহপরান (রঃ) বয়স যখন এগার বছর তখন উনার পিতা ইন্তেকাল করেন। পরবর্তিকালে তাঁর আত্মিয়, প্রখ্যাত সুফি-দরবেশ সৈয়দ আহমদ কবির (রহঃ) এর কাছে তিনি দ্বীনি ধর্ম শিক্ষা লাভ করেন। তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভের জন্য নেশাপুরের বিখ্যাত দরবেশ হযরত পাগলা আমীন (রহঃ) এর স্মরণাপন্ন হন এবং আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। হযরত শাহ্জালাল ইয়েমনী (রহঃ) যখন বাংলাদেশে উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন। এ সময় তিনি (শাহপরান রহঃ) খবর পেয়ে হিন্দু স্থানে এসে মামার সঙ্গী হয়ে ইসলাম প্রচারে অংশ নেন। সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় শাহ পরানের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।
Leave a Reply