হজরত শাহপরাণ(রহ.) মাজারে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা মাজার কর্তৃপক্ষের
সিলেটের হজরত শাহপরাণ (রহ.) মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনা বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে ওরসের নামে গান-বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়ে মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ। তিনি বলেন, মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। কেউ বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। এখানে প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনা করা হয় সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
মাজার সূত্রে জানা যায়, প্রতি বছর নিয়ম অনুযায়ী রবিউল আউয়াল মাসের ৪, ৫ ও ৬ তারিখে তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে প্রথম দিন কোরআনখানি, দোয়া ও জিকির এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু জবেহ, সারারাত জিকির ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয়।
সিলেট সিটি করপোরেশেনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, মাজারে গান-বাজনা ও বাহিরে আশপাশে মাদক সেবন বন্ধের বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে শাহপরাণ মাজারে গান-বাজনা, বাহিরের আশপাশে মাদক সেবন এখন থেকে বন্ধ থাকবে।
উল্লেখ্য, হযরত শাহপরান (রঃ) ছিলেন সুহরাওয়ার্দিয়া ও জালালিয়া তরিকার প্রখ্যাত সুফি সাধক। তিনি হযরত শাহজালাল (রঃ) -এর সাথে সিলেট অভিযানে অংশগ্রহণ করেন ১৩০৩ সালে। এবং সিলেটের বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। সিলেট শহর থেকে প্রায় ৭ কিমি দূরে দক্ষিণ খাছ পরগনায় খাদিম নগরে খানকাহ স্থাপন করেন ও তিনি আধ্যাত্মিক সাধনা শুরু করেন । হযরত শাহপরান (রঃ) আত্বীয় সুত্রে হযরত শাহজালাল (রঃ) এর ভাগনা মানে বোনের ছেলে। হযরত শাহপরান (রঃ) বয়স যখন এগার বছর তখন উনার পিতা ইন্তেকাল করেন। পরবর্তিকালে তাঁর আত্মিয়, প্রখ্যাত সুফি-দরবেশ সৈয়দ আহমদ কবির (রহঃ) এর কাছে তিনি দ্বীনি ধর্ম শিক্ষা লাভ করেন
তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভের জন্য নেশাপুরের বিখ্যাত দরবেশ হযরত পাগলা আমীন (রহঃ) এর স্মরণাপন্ন হন এবং আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। হযরত শাহ্জালাল ইয়েমনী (রহঃ) যখন বাংলাদেশে উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন। এ সময় তিনি (শাহপরান রহঃ) খবর পেয়ে হিন্দু স্থানে এসে মামার সঙ্গী হয়ে ইসলাম প্রচারে অংশ নেন। সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় শাহ পরানের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।
Leave a Reply