কুষ্টিয়া শহরের ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ চত্বরটি শিক্ষার্থীদের তুলির আঁচড়ে নতুন রূপে
কুষ্টিয়া শহরের প্রধান সড়ক নবাব সিরাজুদ্দৌলা রোডে (এন. এস. রোড) অবস্থিত ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ চত্বরটি শিক্ষার্থীদের তুলির আঁচড়ে নতুন রূপ ফিরে পেয়েছে।
সুদীর্ঘকাল কুষ্টিয়া শহরের জরাজীর্ণ অবস্থায় ছিল জায়গাটি। দীর্ঘদিন যাবত ফেলে রাখা স্বাধিকার থেকে স্বাধীনতা চত্বরটি শিক্ষার্থীদের তুলির আঁচড়ে নতুন রূপে প্রাণ ফিরিয়ে পেল।
স্বাধীনতা যুদ্ধের সময় এই স্থানে একটা বোমা পড়েছিল। তারই স্মারক স্মৃতি হিসাবে ১৯৭২ সালে নির্মিত এই ‘স্বাধিকার থেকে স্বাধীনতা’ শিল্পকর্ম। বহু বছর ধরে অযত্ন অবহেলায় মলিন ছিল চত্বরটি। আজ আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তুলির আঁচড়ে নতুন করে প্রস্ফূটিত করে তুললো ঐতিহাসিক স্থানটি।
Leave a Reply