কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে সাংবাদিক রুবেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ জুলাই ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে সাংবাদিক রুবেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেলের হত্যাকাণ্ডের দুই বছর পার হলেও এখনো রহস্য উন্মোচিত হয়নি। দীর্ঘ দুই বছরে আমরা জানতেই পারলাম না খুনি কারা। অথচ এতোদিন ধরে ‘তদন্ত খেলা’ চলছেই। তদন্তকারী সংস্থা বলে দিক, এটির রহস্য উন্মোচন করা তাদের পক্ষে সম্ভব নয়, আমরা বলতে চাই, সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকাণ্ডে জড়িত কোনো প্রভাবশালীর বিপক্ষেও যায়, তাহলেও উন্মোচন করা হোক।

রোববার (৭ জুলাই) সন্ধ্যায় বাদ মাগরিব কুষ্টিয়া কাটাইখানা মোড়ের সমবায় মার্কেট-৩ এর দ্বিতীয় তলায় কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক রবিবার্তা পত্রিকার সম্পাদক ডাক্তার গোলাম মওলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, সাংবাদিকরা কেন বিচার পাবে না? সমাজের অন্য সবাই বিচার পেলে সাংবাদিকদের বিচার পেতে সমস্যা কোথায়? আমরা আশা করি, তদন্ত সংশ্লিষ্টরা আন্তরিক হলে এ ঘটনার বিচার হওয়া সম্ভব। অবিলম্বে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় না আনা হোক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম। আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার ও দৈনিক কালবেলার কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম তৌহিদ, আশরাফুলসহ প্রমুখ।

এসময় জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দসহ
জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সামরুজ্জামান (সামুন) ও রফিকুল ইসলাম।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এর ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দিন আল আজাদ। দোয়া মাহফিলে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে রুবেল হত্যা মামলা চলমান ও তদন্তাধীন থাকলেও মূল ঘটনা এখনো অন্ধকারে রয়েছে। ঘটনার পর থেকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরবর্তীতে এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হলেও বর্তমানে তারা জামিনে রয়েছেন। তবে এই হত্যাকান্ডের মূল রহস্য এখনও উদঘাটন করতে পারিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন জেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত (৩ জুলাই-২০২২) রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে রিপোর্টার্স ক্লাবের অফিস ও পত্রিকা অফিসে ছিলেন রুবেলের। তখন তার মুঠোফোনে একটি কল পেয়ে অফিস থেকে বের হয় নিখোঁজ হন। নিখোঁজের চারদিন পর ৭ জুলাই দুপুরে তার মরদেহ উদ্ধার হয় কুমারখালী উপজেলার তেবাড়িয়ায় নির্মাণাধীন গড়াই সেতুর নীচ থেকে। এঘটনার পর নিহতের চাচা মিজানুর রহমান থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন