১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় শোকাবহ দিন

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৭ জুলাই ২০২৪, ২:২১ পূর্বাহ্ণ
১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় শোকাবহ দিন

আগামী ১০ মহররম অর্থাৎ ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা। এই ১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় শোকাবহ দিন। আশুরা উপলক্ষে আগামী ১৭ জুলাই সরকারি ছুটি থাকবে।

এই দিনটিতে গোটা মুসলিম বিশ্বের নয়ন মনি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইনের শির মোবারক কাটেন এজিদী মুসলমানগণ। যে মহররমে উম্মতের সাফায়তকারি মহামানব শ্রেষ্ঠ নবী পরিবারের সদস্যদের উপর যত ভয়াবহ নির্যাতন, হত্যা, জুলুম করা হয় তাই মুসলিম বিশ্ব এ দিনটি অত্যন্ত বেদনার সঙ্গে স্বরণ করে। বিশ্বনবী(সাঃ)এঁর কলিজার টুকরা ও সেজদারত অবস্থায় নবীজী (সাঃ)এঁর ঘাড়ে চড়তে পারা ব্যক্তি এবং নবীজীর প্রিয় কন্যা জান্নাতের নেত্রী জগত জননী মা ফাতেমা (রা)) আদরের ধন। অতঃপর মুসলমানদের পবিত্র ক্বাবা গৃহে জন্মগ্রহনকারী অতি উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবা বিশ্বনবী কর্তৃক একমাত্র মনোনীত জ্ঞানের দরজা খলিফা হযরত আলী (ক.) এঁর পুত্র জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন (রা)এঁর আদর্শ ধারণ করতে পবিত্র আশুরাতে ঐক্যবদ্ধ হন সকল মুসলমানগণ। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নানা-কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হবে।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। মর্মস্পর্শী এ ঘটনা স্মরণ করে প্রতি-হিজরি সনের ১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায় ধর্মীয় মর্যাদায় শোকাবহ দিনটি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.