কুষ্টিয়া সদর উপজেলায় আতাউর রহমান আতা ও খোকসা উপজেলার চেয়ারম্যান হলেন শান্ত

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৮ মে ২০২৪, ৪:৪১ অপরাহ্ণ
কুষ্টিয়া সদর উপজেলায় আতাউর রহমান আতা ও খোকসা উপজেলার চেয়ারম্যান হলেন শান্ত

কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আতাউর রহমান আতা। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৭,৪৮১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন পেয়েছেন ৩,৫৬৪ ভোট। আতাউর রহমান আতা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান।

৬ষ্ঠ উপজেলা নির্বাচনে বুধবার (৮ মে ২০২৪) এছাড়াও কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আল মাসুম মোর্শেদ শান্ত। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পেয়েছেন ২৫,১০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৯,৭৬২ ভোট। নির্বাচিত আল মাসুম মোর্শেদ শান্ত খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.