কুষ্টিয়ার দৈনিক স্বর্ণযুগ পত্রিকার উপদেষ্টা ওয়াহিদ খান লিটন আর নেই

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২ মে ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ
কুষ্টিয়ার দৈনিক স্বর্ণযুগ পত্রিকার উপদেষ্টা ওয়াহিদ খান লিটন আর নেই

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক স্বর্ণযুগ পত্রিকার উপদেষ্টা ওয়াহিদ খান লিটন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওয়াহিদ ইউসুফ খান লিটন কুষ্টিয়া সদর উপজেলার শহরের নতুন কোর্টপাড়া (টালিপাড়া) এলাকার সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মরহুম আব্দুল হাই খানের চতুর্থ পুত্র এবং কুষ্টিয়া পৌরসবার সাবেক প্যানেল মেয়র টিটু কমিশনারের ছোট ভাই। 

জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার সময় মোটরসাইকেল যোগে আবু সাঈদ বাদশা (৫২) ও ওয়াহেদ ইউসুফ খান লিটন (৪৮) মজমপুর গেট থেকে সাদ্দাম বাজার মোড়ে যাওয়ার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের জিলা স্কুলের সামনে এসে পৌছালে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাতনামা ঔষধ কোম্পানির ক্যাভার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনেই গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ বাদশাকে মৃত ঘোষণা করেন এবং ওয়াহেদ ইউসুফ খান লিটন এর অবস্থা গুরুতর হলে  ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থান ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ওয়াহিদ ইউসুফ খান লিটন বৃহস্পতিবার (২ মে,২০২৪) দুপুর ২ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। অপর নিহত আবু সাঈদ বাদশা কুষ্টিয়া সদর উপজেলার শহরের নতুন কোর্টপাড়া (টালিপাড়া) এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। আবু সাঈদ বাদশা পেশায় কনফেকশনারি দোকানদার ছিলেন এবং ওয়াহেদ ইউসুফ খান লিটন সাংবাদিকতা করতেন। তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক স্বর্ণযুগ পত্রিকার উপদেষ্টা ছিলেন। 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মোঃ সোহেল রানা জানান, রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়৷ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পরে একজন মারা যায় এবং একজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। তিনিও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়া পৌর গোরস্তানে অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবার উক্ত জানাজার নামাজে সবাইকে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এবং মরহুম ওয়াহিদ ইউসুফ খান লিটনের জন্য দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.