ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
কুষ্টিয়ায় এস.এস.সি ৯৫ ব্যাচের বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তর কুষ্টিয়া জোনের এস.এস.সি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে কুষ্টিয়া শহর হাউজিং এ ব্লকের তাথৈ ও তাহিয়া একাডেমির মাঠে এক মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়। ‘দেখা হবে বন্ধু’ শ্লোগানে সকল বন্ধু এক কাতারে একটি প্লাটফর্মে যত কল্যাণকর কাজ করে যাওয়ার প্রত্যয়ে ও বন্ধুত্বের বন্ধন অটল রাখতে এস এস সি ৯৫ ব্যাচ এই আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন এস এস সি ৯৫ ব্যাচ কুষ্টিয়া জোনের প্রধান উপদেষ্টা শহর উন্নয়নের অগ্রগামী সৈনিক, বিশিষ্ট সমাজসেবক কুষ্টিয়া পৌর মেয়র পূত্র পারভেজ আনোয়ার তনু।
‘এস.এস.সি ৯৫ ব্যাচ বৃহত্তর কুষ্টিয়া জোন”- গ্রুপের পথচলা আগামীতে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে কুষ্টিয়া জোনের বন্ধুদের সমন্বয়ে রবিবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল,২০২৪) এই মহামিলন মেলায় যে সকল বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করা হয়। এর আগে মোটরসাইকেল যোগে দলবদ্ধ ভাবে বাংলা নববর্ষ ও বন্ধু বরণে বিভিন্ন সাজে শহরের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করে। এরপর মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ভিত্তিক একে একে বন্ধুরা স্কুলের স্মৃতি চারণ করেন। এসময় SSC-95 batch Kushtia zone (বৃহত্তর কুষ্টিয়া) গ্রুপের কুষ্টিয়া জেলা শহর, সদর উপজেলা, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর উপজেলার বন্ধুগণ এতে উপস্থিত ছিলেন। পাশাপাশি মেহেরপুর ও চুয়াডাঙ্গার জেলার ৯৫ ব্যাচের বন্ধুগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করে তোলে। আলোচনা অনুষ্ঠানের শেষে লটারি ও বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ী বন্ধুদের পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
ফিরে দেখা এস.এস.সি ৯৫ ব্যাচের নিউজ:-
কুষ্টিয়ায় এস.এস.সি ৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে পহেলা বৈশাখে অনুষ্ঠিত হবে মহামিলন মেলা
কুষ্টিয়ায় এস.এস.সি ৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে পহেলা বৈশাখে অনুষ্ঠিত হবে মহামিলন মেলা
কুষ্টিয়া শহরে এস.এস.সি. ৯৫ ব্যাচের জেলা জোনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুষ্টিয়া শহরে এস.এস.সি. ৯৫ ব্যাচের জেলা জোনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
Leave a Reply