কুষ্টিয়ায় এস.এস.সি ৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে পহেলা বৈশাখে অনুষ্ঠিত হবে মহামিলন মেলা

অথর
নূর মোহাম্মদ রবিউল  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :৯ এপ্রিল ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় এস.এস.সি ৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে পহেলা বৈশাখে অনুষ্ঠিত হবে মহামিলন মেলা

বৃহত্তর কুষ্টিয়া (কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা) জোনের এস.এস.সি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে আগামী রবিবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল,২০২৪) কুষ্টিয়া শহরে দিনভর অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মহা মিলন মেলা। ‘দেখা হবে বন্ধু’ শ্লোগানে সকল বন্ধু এক কাতারে একটি প্লাটফর্মে যত কল্যাণকর কাজ করে যাওয়ার প্রত্যয়ে ও বন্ধুত্বের বন্ধন অটল রাখতে বার্ষিকী এই আয়োজন।

‘এস.এস.সি ৯৫ ব্যাচ বৃহত্তর কু‌ষ্টিয়া জো‌ন’- গ্রুপের পথচলা আগামীতে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে গ্রুপের সকল বন্ধুদের সমন্বয়ে এই মহামিলন মেলার আয়োজন। SSC-95 batch Kushtia zone (বৃহত্তর কুষ্টিয়া) গ্রুপের কুষ্টিয়া জেলা শহর, সদর উপজেলা, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর উপজেলার বন্ধুগণ রেজিষ্ট্রেশন আগেই সম্পন্ন করেছেন। পাশাপাশি মেহেরপুর ও চুয়াডাঙ্গার সকল উপজেলার বন্ধুগণ রেজিষ্ট্রেশন সম্পন্ন করে কার্ড ও ব্যাচ গ্রহণ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

এদিকে গ্রুপের সবাই দলমত, জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে এসএসসি-৯৫ ব্যাচের বন্ধুদের স্বীয় উন্নয়নে, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা কাজে সহায়তাসহ বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় থাকবে বলে আশা ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.


আরও পড়ুন