কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুর ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ফলাফল ড্র, লটারিতে চেয়ারম্যান নির্বাচিত
কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ফলাফল ড্র হয়েছে। এরপর লটারি করে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে লটারি করা হয়।
লটারি মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা চেয়ারম্যান নির্বাচিত হোন। এসময় জেলা নির্বাচন অফিসার আবু আনছার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। লটারি পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল।
শনিবার নয়টি ভোটকেন্দ্রে ভোট দেন ১৭ হাজার ৯২৬ জন। এর মধ্যে বৈধ ভোট হয় ১৭ হাজার ৮১৩টি এবং ভোট বাতিল হয় ১১৩টি। প্রার্থীদের মধ্যে ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান রানা বিশ্বাস ও মোটরসাইকেল প্রতীকের ফারুক আলম পান্না দুজনই ছয় হাজার ১২৩ করে ভোট পেয়েছেন। আর আনারস প্রতীকের জামিরুল ইসলাম বাবু চার হাজার ৯১৩, চশমা প্রতীকের মেহেদী হাসান ৬৩৬ এবং টেবিল ফ্যান প্রতীকের আব্দুল মজিদ ১৮ ভোট পেয়েছেন।
উল্লখ্য, রিফাইতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু ২০২৩ সালের ১৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
Leave a Reply