কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার সূচনা

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :১০ মার্চ ২০২৪, ২:১৪ পূর্বাহ্ণ
কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার সূচনা

টানা দুবারের সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের বাস প্রতীকে বিজয়ী হয়েছেন তাহসীন বাহার সূচনা।

শনিবার (০৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার সময় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে এ ফল ঘোষণা করেন কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। তাহসীন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের চার বারের প্রভাবশালী এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে।

ঘোষিত ফলাফলে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়া অন্য দুই প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট, হাতি প্রতীক নিয়ে পাঁচ হাজার ১৭৩ ভোট পান নূর-উর রহমান মাহমুদ তানিম।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.