মদ্যপান নিষিদ্ধ সৌদি আরবে শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য খুলতে যাচ্ছে মদের দোকান

অথর
কুষ্টিয়া প্রেস ডেক্স :  কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশিত :২৭ জানুয়ারি ২০২৪, ৪:২৮ পূর্বাহ্ণ
মদ্যপান নিষিদ্ধ সৌদি আরবে শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য খুলতে যাচ্ছে মদের দোকান

মদ্যপান নিষিদ্ধ দেশ সৌদি আরব একটি অত্যন্ত রক্ষণশীল ইসলামী দেশ। সেখানে কেবল অমুসলিম কূটনীতিকদের জন্য খুলতে যাচ্ছে মদের দোকান। এই নতুন নিয়মের মাধ্যমে সরকার অ-মুসলমান কূটনীতিকদের চাহিদা পূরণ করতে চাইছে। ৭০ বছরেরও বেশি সময় পর মদের দোকান চালু করবে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে খুব দ্রুত চালু হচ্ছে মদের দোকান। তবে কেবল অমুসলিম কূটনীতিকরাই ওই দোকান থেকে মদ কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটি।

গতকাল ২৪ জানুয়ারি বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, দোকানটি কয়েক সপ্তাহের মধ্যে খোলার আশা করছে সৌদি আরব। দোকানটি সৌদি আরবে অ্যালকোহলের অবৈধ ব্যবসা মোকাবেলা করতে সাহায্য করবে বলে মনে করছেন সৌদি কর্মকর্তারা।

সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের কেন্দ্রের পশ্চিমে কূটনৈতিক কোয়ার্টারে নতুন মদের দোকানটির অবস্থান হবে বলে জানা গেছে। তবে সেখান থেকে মদের বেচা-কেনার ওপর কিছু সীমাবদ্ধতা থাকবে, যেমন-  মদ কেনার জন্য কূটনীতিকদের অবশ্যই একটি বৈধ পাসপোর্ট এবং কর্মসংস্থান ভিসা থাকতে হবে। তাদের অবশ্যই সৌদি আরবের কূটনৈতিক মিশনে নিবন্ধিত হতে হবে। তারা অবশ্যই নির্দিষ্ট মোবাইল অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। পররাষ্ট্র মন্ত্রক থেকে ক্লিয়ারেন্স কোড পাওয়ার পর তারা নির্দিষ্ট পরিমাণ মদ কিনতে পারবেন। ২১ বছরের কম বয়সী কাউকে দোকানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং দোকানের ভিতরে সঠিক পোশাক পরিধান করতে হবে। মদ্যপানকারীরা কোন প্রক্সি বা বাহক পাঠাতে পারবে না, যেমন- ড্রাইভার, পিয়ন ও মাসিক সীমাবদ্ধতা বলবৎ করা হবে।

উল্লখ্য, ১৯৫২ সালে তৎকালীন সৌদি রাজা আবদুল আজিজের সন্তান মাতাল অবস্থায় একজন ব্রিটিশ কূটনীতিককে গুলি করে হত্যা করার পর থেকে মদের বেচা-কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

সংবাদটি শেয়ার করুন

শেয়ার করে  সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।


Leave a Reply

Your email address will not be published.