সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন নারী
নতুন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন নারী আছেন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রীর মধ্যে দুই জনের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরেকজন মন্ত্রী দীপু মনি রয়েছেন। আর ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে দুই নারী প্রতিমন্ত্রী হলেন সিমিন হোসেন রিমি ও রুমানা আলী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৯ সালে পঞ্চম মেয়াদ পূর্ণ হলে স্বাধীন দেশে ২৫ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথম ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
দীপু মনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপু মনি ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ সরকারের চতুর্থ মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এখন তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।
সিমিন হোসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর হলেন। তিনি গাজীপুর-৪ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে জয়ী হন। বিজয়ী সিমিন হোসেন রিমি হচ্ছেন এই আসনে আগেকার সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের বড় বোন। সিমিন ও সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি গাজীপুর-৩ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন রুমানা আলী।
Leave a Reply