কুষ্টিয়ার ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৩ টিতে ট্রাক ও ১টিতে নৌকা প্রতিক বিজয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৩ টিতে ট্রাক ও ১টিতে নৌকা প্রতিক বিজয়ী হয়েছেন।
কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ১ লাখ ২৮ হাজার ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব উল আলম হানিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে পারভেজ আনোয়ার তণু পেয়েছেন ৪৩ হাজার ৭২৬ ভোট।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামীলীগ নেতা সাবেক এমপি আব্দুর রউফ ট্রাক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৮,০৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি “নৌকা” প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০,১১১ ভোট।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দলের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫টি।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ৮৬ হাজার ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেজাউল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল পেয়েছেন ৫১ হাজার ৫৬৭ ভোট।
Leave a Reply